
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার দুর্গাপুরে বৃক্ষরোপণ করেছে সুসং সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী বাইজিদ হাসান ঝলক । বুধবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন ঝলক।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল, সুসং সরকারি মহাবিদ্যালয়, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ, আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজ, দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসা।
বাইজিদ হাসান ঝলক বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির আলোকে দুর্গাপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করেছি । শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট। রাজনীতি হোক মানুষের উপকারের জন্য আমরা ছাত্রদল সে লক্ষ্যেই কাজ করছি।