
মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে শনিবার সন্ধায় উপজেলার লামচর ইউনিয়ন বিএনপির নির্বাচনীফলাফল ঘোষণার পর দলের অপরপক্ষের হামলায় আহত উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এজিএস আবুল কাশেমের উপজেলার ১০ নং ভাট্টা ইউনিয়নের পাঁচরুখী গ্রামের ভূইয়া বাড়িতে শনিবার দিবাগত গভীর রাতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
আবুল কাশেমের স্ত্রী মোহছেনা আক্তার দাবী করেন, বাড়ীতে কেউ না থাকার সুযোগে পাকা বসতঘরের দরজা ভেঙ্গে ঘরে রক্ষিত নগদ ১লাখ ১০ হাজার টাকা, বেশ কয়েকভরি স্বর্ণালঙ্কার ও জমির মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে চোরের দল।
তবে চোরের দল এমন ঘটনা ঘটিয়েছে বলতে রাজি নন হসপিটালে চিকিৎসাধীন বিএনপি নেতা আবুল কাশেম। তিনি মোবাইল ফোনে বলেন ভাটরা ইউনিয়ন বিএনপির নির্বাচন ঘিরে দলের একটি মহল তার বিরোধীতা করে ক্ষতি করার চেষ্টায় লিপ্ত ছিল তারাই এমন ঘটনা ঘটিয়েছে।
রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী জানান,এ পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। আমি মোবাইল ফোনে বিষয়টি অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।