
চঞ্চল,
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের প্রত্যন্ত ও দুর্গম সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বর্ডার আউট পোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘পূর্ব সারডুবি’ নামের এই নতুন বিওপিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বেলা ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উত্তর-পশ্চিম রিজিয়ন (রংপুর)-এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিওপি উদ্বোধন করেন। এর আগে তিনি বিওপিতে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে বিওপিটির কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম এবং লে. কর্নেল মুনীম। এছাড়াও বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, সৈনিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির আওতাধীন বড়খাতা এবং সিংগীমারি বিওপির মধ্যকার দূরত্ব অনেক বেশি হওয়ায় চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে টহল পরিচালনা করা বেশ কঠিন ছিল। সীমান্ত সুরক্ষার ভারসাম্য বজায় রাখতে এবং আভিযানিক কার্যক্রমকে গতিশীল করতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় এই ‘পূর্ব সারডুবি’ বিওপিটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধন শেষে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, “সীমান্তে অপরাধ দমন, মাদক ও নারী-শিশু পাচার রোধে বিজিবি সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন। এই নতুন বিওপিটি স্থাপনের ফলে আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে।” তিনি বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণ এবং সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
























