
চঞ্চল:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫.৬ কেজি গাঁজা এবং ৪৩ বোতল এস্কাফ জব্দ ও দুইজন নারীসহ মোট ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১৩।
রবিবার সন্ধ্যায় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক -মিডিয়া- বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- সিংগীমারি ইউপির মধ্য সিংগীমারি মৃত বছির উদ্দিন -নছির- এর ছেলে মো. আমির হোসেন -৪২-, মধ্য ধুবনীপাড়া এলাকার মো. মমিনুর ইসলামের স্ত্রী, মোছা. নাসিমা -৩২- টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া এলাকার আব্দুল লতিফের স্ত্রী মোছা ছকিনা বেগম -৫৫- মৃত জসিম উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন -২৪- মো. মহাসিন আলীর ছেলে মো. আজিজুল ইসলাম -২৮- ও বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. সাজু মিয়া -২৭-।
র্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে হাতীবান্ধা উপজেলার সিংগীমারি ইউপির ২নং ওয়ার্ডের মধ্যধুবনীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এর একটি অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার আসামি নাসিমা বাড়ির আঙিনায় অবস্থানকালে তার হাতে থাকা কালো রংয়ের ছাপা কাপড়ের মধ্যে থেকে ১০.৩ কেজি গাঁজা জব্দ করা হয়। সেই সময় নাসিমা ও আমিরকে গ্রেপ্তার করা হয়।
একই অভিযানিক দল রাত ২ টা ৪৫ মিনিটে টংভাঙ্গা ইউপির বড়াইপাড়া গ্রামে গ্রেপ্তার আসামি ছকিনার বাড়ির আঙিনা থেকে তার হাতে থাকা কালো হলুদ ছাপা কাপড়ের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো ৫.৩ কেজি গাঁজা জব্দ করে। পাশাপাশি ছকিনা , জাহাঙ্গীর ও আজিজুলকে গ্রেপ্তার করে।
এর আগে শনিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রেপ্তার সাজুর বাড়িতে অভিযান চালায়। সেই সময় সাজুর হাতে থাকা সাদা ব্যাগ থেকে ৪৩ বোতল এস্কাফ জব্দসহ সাজুকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- সিংগীমারি ইউপির মধ্য সিংগীমারি মৃত বছির উদ্দিন -নছির- এর ছেলে মো. আমির হোসেন -৪২-, মধ্য ধুবনীপাড়া এলাকার মো. মমিনুর ইসলামের স্ত্রী, মোছা. নাসিমা -৩২- টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া এলাকার আব্দুল লতিফের স্ত্রী মোছা ছকিনা বেগম -৫৫- মৃত জসিম উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন -২৪- মো. মহাসিন আলীর ছেলে মো. আজিজুল ইসলাম -২৮- ও বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. সাজু মিয়া -২৭-।
র্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে হাতীবান্ধা উপজেলার সিংগীমারি ইউপির ২নং ওয়ার্ডের মধ্যধুবনীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এর একটি অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার আসামি নাসিমা বাড়ির আঙিনায় অবস্থানকালে তার হাতে থাকা কালো রংয়ের ছাপা কাপড়ের মধ্যে থেকে ১০.৩ কেজি গাঁজা জব্দ করা হয়। সেই সময় নাসিমা ও আমিরকে গ্রেপ্তার করা হয়।
একই অভিযানিক দল রাত ২ টা ৪৫ মিনিটে টংভাঙ্গা ইউপির বড়াইপাড়া গ্রামে গ্রেপ্তার আসামি ছকিনার বাড়ির আঙিনা থেকে তার হাতে থাকা কালো হলুদ ছাপা কাপড়ের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো ৫.৩ কেজি গাঁজা জব্দ করে। পাশাপাশি ছকিনা , জাহাঙ্গীর ও আজিজুলকে গ্রেপ্তার করে।
এর আগে শনিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রেপ্তার সাজুর বাড়িতে অভিযান চালায়। সেই সময় সাজুর হাতে থাকা সাদা ব্যাগ থেকে ৪৩ বোতল এস্কাফ জব্দসহ সাজুকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া সব আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।