কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের হিলিতে হাকিমপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন রাজকে সংবর্ধনা দেন স্থানীয়রা।
মধ্যবাসুদেবপুর মাঠপাড়া গ্রামের সর্বস্তরের মানুষ উৎসব মূখর পরিবেশে হাকিমপুর উপজেলা নব-নার্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন রাজকে সংবর্ধনা দেন । এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যদেন- হাকিমপুর পৌর মেয়র পদপ্রার্থী-ও সমাজ সেবক জাবেদ হোসেন রাসেল।
আরো উপস্থিত ছিলেন ফরমান আলী মাস্টার- আক্তার আলী- নান্নু মল্লিক- মজিবর রহমান সহ বিভিন্ন পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপজেলা চেয়ারম্যান বলেন- এখানে আসার পরে আমার অনেক পুরোনো কথা মনে পরে যায়। আমি যখন পৌর মেয়র নির্বাচন করি এবং আপনাদের ভোটে মেয়র হই। তখন এই এলাকার বয়স্কদের নিয়ে এলাকার অনেক উন্নয়ন কাজ করেছি । আমার সময় এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছিলো তাই এইবার উপজেলা নির্বাচনে ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান করেছেন- এলাকার যেখানে রাস্তার অসমাপ্ত কাজ আছে সেই সব কাজ দ্রæত কাজ করে শেষ করা হবে এমনটায় জানান তিনি।