
নয়ন হোসেন, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অবৈধভাবে আবাদি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি মাটিকাটা ভেকু জব্দ করেছে। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত পাঁচটি মহেন্দ্র গাড়িকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার ৫নং হরিপুর ইউনিয়নের দেহট্ট গ্রামের পশ্চিম মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই আবাদি জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এ অপরাধে ঘটনাস্থল থেকে একটি মাটিকাটা ভেকু জব্দ করা হয়। পাশাপাশি মাটি পরিবহনে ব্যবহৃত পাঁচটি মহেন্দ্র গাড়িকে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও একই দিনে পৃথক এক অভিযানে ধীরগঞ্জ বাজারে শিশুদের নিকট সিগারেট বিক্রির দায়ে এক দোকানদারকে ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন হরিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব উজ্জ্বল বাহিন। তিনি বলেন, “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
























