- দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
জুন মাসের শুরুতেই ফাইজারের এক লাখ ছয় হাজার ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছায়
বাংলাদেশে সোমবার মানে ২১শে জুন থেকে ফাইজার বায়োএনটেকের টিকা প্রদান শুরু করছে সরকার। প্রাথমিক অবস্থায় ঢাকার তিনটি হাসপাতালে এই টিকা প্রদান করার বিষয় নিশ্চিত করেছে অধিদপ্তর।
ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে রোববার এ কথা জানিয়েছে।
প্রাথমিক অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকার ট্রায়াল বা ফার্স্ট-রান শুরু করতে যাচ্ছে ।
প্রতিদিন ১২০ জনকে টিকা দেয়া হবে। সেক্ষেত্রে যারা আগে থেকেই নিবন্ধন করে ছিলেন, কিন্তু টিকা দিতে পারেননি তাদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
টিকার দেয়ার পর এক সপ্তাহ টিকা গ্রহীতাদের ওপর টিকার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবে স্বাস্থ্য অধিদপ্তর।