
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় র্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকালে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ-এর একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন— ফাহিমুল ইসলাম সুমন (২৫), পিতা- শফিউল আলম, সাং- বাহুলী পাড়া, ডাকঘর- হাশিমপুর, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম; মোঃ নাহিদ মিয়া (২৭), পিতা- মোঃ আল আমিন, সাং- বসুরা, ডাকঘর- ন্যাশনাল ইউনিভার্সিটি, থানা- গাজীপুর সদর, জিএমপি, গাজীপুর এবং মোঃ সোহেল (৪০), পিতা- মৃত আব্দুল বারেক, সাং- রাজাপুর, ০১নং ওয়ার্ড, উজিরপুর ইউপি, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে দুপুর ১২টার দিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
























