এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় র্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকালে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ-এর একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন— ফাহিমুল ইসলাম সুমন (২৫), পিতা- শফিউল আলম, সাং- বাহুলী পাড়া, ডাকঘর- হাশিমপুর, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম; মোঃ নাহিদ মিয়া (২৭), পিতা- মোঃ আল আমিন, সাং- বসুরা, ডাকঘর- ন্যাশনাল ইউনিভার্সিটি, থানা- গাজীপুর সদর, জিএমপি, গাজীপুর এবং মোঃ সোহেল (৪০), পিতা- মৃত আব্দুল বারেক, সাং- রাজাপুর, ০১নং ওয়ার্ড, উজিরপুর ইউপি, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে দুপুর ১২টার দিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮