
হযরত বেল্লাল সুন্দরগঞ্জ
গাইবান্ধা- প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজার আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহকারি কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, থানার ওসি কে এম আজমিরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, উপজেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক জিতেন্দ্র নাথ সরকার, দীপক কুমার বাবলু, দেবাশীষ কুমার সরকার প্রমূখ।
জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪৭টি মন্দির ও মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। পুজা চলাকালিন সময়ে প্রতিটি মন্দির ও মন্ডপে সিসি ক্যামেরা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সুষ্ঠু এবং মনোরম পরিবেশে পুজা সম্পন্ন করার ব্যাপারে ব্যাপক আলোচনা করা হয়। সভায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভা এবং প্রতিটি মন্দির-মন্ডপের সভাপতি,– সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন সমস্যা তুলে ধরে সভাপতি ও সম্পাদকগণ বক্তব্য রাখেন।