
মোঃ জাহিদুল ইসলাম সীতাকুণ্ড প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুন্ড গুলআহম্মদ মসজিদ্দা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী গ্রাম পশ্চিমে বঙ্গোপসাগর, পূর্বে পাহাড়,ঢাকা-চট্রগ্রাম রোড় রোড়,স্কুল-কলেজ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, মসজিদ দীঘি ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্হাপত্য নিদর্শন ও অসংখ্য খ্যাতিমান ব্যাক্তির জন্ম এই এলাকায়।
এরই মধ্যে সবচেরেগ বেশি ঐতিহ্যবাহী ও এলাকার মর্যাদার সাথে সম্পৃক্ত হলো এই হাম্মাদিয়া জামে মসজিদ।এলাকার মানুষের কাছে এটি হারমাদিয়া জামে মসজিদ বা হারমাদিয়া দীঘি নামে বেশ পরিচিত।
চট্টগ্রামের সুলতান গিয়াস-উদ-দীন মাহমুদ শাহের আমলে উত্তর চট্টগ্রামের শাসনকর্তা হামিদ খান কতৃক নির্মিত।
প্রতিষ্ঠার সময়কাল ১৫৩৩-১৫৩৮.ইতিহাসবিদ ডঃআবদুল করিম ও নুসরাত শাহের তথ্যানুযায়ী হাম্মাদিয়া মসজিদ প্রায় চারশত নব্বই বছরেরও পূর্বের।এলাকাবাসী জানায় দূর-দূরান্ত থেকে বিভিন্ন মানব ও ভক্তরা তাদের আশা নিয়ে আসে।
উল্লেখ্য যে ঐতিহাসিক মসজিদটিতে তিন কাতারে একসাথে ২৭জন মুসল্লি নামাজ আাদায় করতে পারে।তবে নতুন ভবনের নির্মাণ কাজ চলছে,নতুন ভবনে একসাথে তিন হাজার মুসল্লি নামাজ আাদায় করতে পারনে বলে জানান এলাকাবাসী ও মুসল্লী।
এলাকাবাসী,মুসল্লি ও মসজিদ কমিটি বলেন বর্তমানে আমাদের মসজিদের নির্মাণ কাজ ধীর গতিতে চলছে দৈনিক আজকের বাংলার মাধ্যমে দেশের বিত্তবান,ও শিল্প কারখানার মালিক সহ সকলের কাছে আকুল আবেদন রেখেছেন যেন কিছু কিছু করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সকলে।