
মো:জাহিদুল ইসলাম রুমন, সীতাকুণ্ড চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ২০ হাজার টাকার অবৈধ সিগারেট ও ৫০ বস্তা খালি প্যাকেট উদ্ধার করেছে প্রশাসন। এসময় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার এম কে প্লাজার একটি গোডাউনে অভিযান চালিয়ে ১৭ কার্টুন অবৈধ সিগারেট যার বাজার মূল্য ১০ লক্ষ ২০ হাজার টাকা সেইসাথে ৫০ বস্তা খালি সিগারেটের প্যাকেট প্যাকেট জব্দ করা হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, “জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় আমরা এই অভিযান পরিচালনা করেছি। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”