
মোঃ সাইফুল ইসলাম সিলেট প্রতিনিধি,
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগে বিশেষায়িত ক্লিনিক চালু হয়েছে।
মঙ্গলবার ১ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগে বিশেষায়িত ক্লিনিক চালু করেছেন অধ্যাপক ডাঃ মোঃ জিয়াউর রহমান চৌধুরী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও অধ্যাপক (শিশু) সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ। সাথে উপস্থিত ছিলেন পরিচালক ব্রি. জেনারেল ডা. উমর রাশেদ মুনির, উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী সহ শিশু বিভাগের শিক্ষক, চিকিৎসকবৃন্দ।
দৈনিক আজকের বাংলা সিলেট প্রতিনিধি এবিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন,সপ্তাহের প্রতিটা দিন একেকটা নির্দিষ্ট বিষয়ের রোগীর ফলোআপ এর জন্যে সুনির্দিষ্ট করা হয়েছে।
পেডিয়েট্রিক্স ডিপার্টমেন্টের ‘PICU’ এর কার্যক্রম চলমান। খুব শীঘ্রই আমরা আশা করছি PICU এর যাত্রা শুরু হবে। সিলেট বিভাগের শিশুদের ICU সেবায় কিছুটা হলেও ভূমিকা রাখতে পারবে এই PICU.