
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর এলাকায় আজ বিকাল ৪টার সময় সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ইট ভর্তি একটি মিনিট্রাক ধাক্কা খায়। দুর্ঘটনায় ট্রাকের চালকের সহকারী মোঃ জিয়াউল হক (৫০) ঘটনাস্থলেই মারা যান। অপর ট্রাকচালক গুরুতর আহত হন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়া হচ্ছে।ঘটনাস্থলে পৌঁছে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই জনাব আল-আমিন ফায়ার সার্ভিসের সহায়তায় মৃতদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার সাথে জড়িত যানবাহনগুলো হলো কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন: ঢাকা মেট্রো-ট ২২-৩০৮৭) ও ইট ভর্তি মিনিট্রাক (রেজিস্ট্রেশন: ঢাকা মেট্রো-ড ১৪-৫৬৯৯)।
প্রাথমিকভাবে কাউকে আটক করা হয়নি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক রয়েছে।
























