
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ থানা তরুন দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উপর আলোচনা সভা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকাস্থ তাজ মহল চাইনিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উপর আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনাসহ সমস্ত মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা তরুন দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ রাসেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা তরুন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজু খান, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, সৈয়দ রাকিব, তাজুল ইসলাম সেলিম, কামরুল হাসান জিতু, মো: আলেক চান, হাসানুজ্জামান পরশ, মনি আক্তার, ইদ্রিস হাসান, মাসুম ভুইয়া ও আতিকুর রহমান খসরু, সদস্য শ্রাবণ আহমেদ, আ: মালেক, আবু সাঈদ মোল্লা ও মো: রিপন মিয়াসহ প্রমূখ।