দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
সার্চ ইঞ্জিন গুগলকে টপকে বছরের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ টিকটক
সার্চ ইঞ্জিন গুগলকে সরিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন গন্তব্য উঠেছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক।
নিষেধাজ্ঞাসহ নানা বিতর্কের পরও এবছর ইন্টারনেট ব্যবহারকারীরা সবচেয়ে বেশিবার প্রবেশ করেছেন এই অ্যাপে।
তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ক্লাউডফেয়ার তাদের ওয়েব ট্র্যাফিক পর্যালোচনাকারী টুল ব্যবহার করে এই তথ্য পেয়েছে।
তাদের র্যাঙ্কিংয়ে দেখা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার গুগলের চেয়ে বেশিবার টিকটক ব্যবহার করেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
এরপর মার্চ ও জুনে দুইবার শীর্ষে আসার পর আগস্ট থেকে ক্রমাগতভাবে শীর্ষস্থান দখল করে রেখেছে তারা।
গত বছর এ তালিকার এক নম্বরে ছিল গুগল। সেরা দশে আরও ছিল টিকটক, অ্যামাজন, অ্যাপল, ফেসবুক, মাইক্রোসফট ও নেটফ্লিক্সের মতো ওয়েবসাইট।
টিকটকের জনপ্রিয়তা বৃদ্ধির কারণ হিসেবে করোনা মহামারিকে দায়ী করা হচ্ছে। লকডাউনের সময়টাতে ঘরে বন্দি অবস্থায় বিনোদনের খোঁজে ছিল মানুষ।
জুলাই নাগাদ টিকটক অ্যাপ ডাউনলোড করা হয় তিনশ’ কোটিরও বেশিবার। বর্তমানে টিকটকের একশ’ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।