কক্সবাজার প্রতিনিধি।।
সারা দেশের ন্যায় কক্সবাজার জেলার রামু উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য- ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি- দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি । দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ।
বুধবার ৮ অক্টোবর সকালে রামু উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন – রামু উপজেলার দূর্যোগ ব্যবস্থাপনা উপ – সহকারী প্রকৌশলী জাকির হোসেন- রামু ফায়ার সার্ভিস অফিসার সুমেন বড়ুয়া- এনজিও ইফসার ম্যানেজার মোঃ রাশেদ- রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম- আজিজুর রহমান- আজিজুর রহমান- জোছনা আকতার- সেলিম উল্লাহ- মুজিবুর রহমান- শাহাদাত হোসেন- সঞ্জয় সরকার- রুনা জেসমিন- নোবেল চাকমা।
এদিকে পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগের। এ ছাড়া নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ভূমিকম্প- বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ। দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল কাঠামো গঠনের পাশাপাশি স্মার্ট প্রযুক্তি ব্যবহারে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।