
বরিশাল ব্যুরো ।।
সাবেক স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন বরিশাল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা রোমান হাওলাদার।
রবিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করেছেন কোতয়ালি মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, মামলার বাদীর সাথে প্রায় আট মাস আগে তালাক হয় রোমানের। পরে আবার বিয়ের প্রলোভন দেখিয়ে বাদীকে ধর্ষণ করা হয়।
এ অভিযোগ শনিবার কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ওই নারী। থানার ওসি আজিমুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রোমান হাওলাদারকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।