
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার বাংলাবাজার এলাকায় বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২জনকে ২টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার -১৮ মার্চ- বিকাল ৪টায় সাতকানিয়া উপজেলার বাংলাবাজার এলাকায় বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি মুদির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় লিমা স্টোর’র মালিক মোঃ মানিককে ৩ হাজার টাকা, হেলাল স্টোর’র মালিক মোঃ হেলাল উদ্দিনকে ১ হাজার টাকা। সর্বমোট ২জনকে ২টি মামলায় ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব ছরোয়ার কামাল, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন- ভূমি- ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।