
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামঃ সাতকানিয়া উপজেলার গোলাঘাট বাজার এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা
হয়। অভিযানে ৫ দোকানিকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার -১১ মার্চ- দুপুর ৩ ঘটিকায় সাতকানিয়া উপজেলার গোলাঘাট বাজার এলাকায় পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার-ভূমি-ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। তিনি জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ৫টি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ও পণ্যের ক্রয়রশিদ সংরক্ষণ না করায় গোলারঘাট বাজারে আলম ষ্টোর’র মালিক মৃত সোনা মিয়ার ছেলে মোঃ নুরুল আলম -৫০-কে-১০০০ টাকা, আহমদ ষ্টোর’র মালিক সুলতান আহমদের ছেলে আলী আহমদ -৬২-কে-১০০০ টাকা, নুরুল ইসলাম ষ্টোর’র মালিক মৃত আবদুল সোবাহানের ছেলে নুরুল ইসলাম -৫৮-কে-২০০০ টাকা, আবদুর রহিম ষ্টোর’র মালিক আবদুল আলীমের ছেলে মোঃ আবদুর রহিম -৫৫-কে-১০০০ টাকা, শফি ষ্টোর’র মালিক আবদুল মজিদের ছেলে মোহাম্মদ শফি -৫৫-কে- ১০০০ টাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫দোকানের মালিককে ৫টি মামলায় ৬০০০-ছয় হাজার- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সময় মূল্য তালিকা প্রদর্শন ও পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করার বিষয় নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন-ভূমি- ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।