
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রাম সাতকানিয়ায় এক মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ ও আরেক বাক প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার -৪ এপ্রিল- উপজেলার চরতি ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলে- উপজেলার চরতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উত্তর ব্রাহ্মণডেঙ্গা এলাকার সফর মুল্লুকের ছেলে মোঃ আজিজ -৫৫- ও বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবদুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন -২২-।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি চরতি ইউপির তুলাতলী বাজারের পূর্ব পার্শ্বে এক মানসিক প্রতিবন্ধীর ঘর থেকে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। এসে দেখেন- এক যুবক পালিয়ে যাচ্ছে। স্থানীয়রা চেষ্টা করেও তাকে ধরতে পারেনি।
গত শুক্রবার ৪ এপ্রিল রাতে ফের তার বাড়ি থেকে শোর চিৎকার শুনে আশেপাশের লোকজন ওই মহিলার ঘরে ঢুকে দেলোয়ার নামে ওই যুবককে আটক করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সে মানসিক প্রতিবন্ধী মহিলাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে স্বীকার করে।
অন্যদিকে, গত ১ এপ্রিল বাক-প্রতিবন্ধী এক মহিলাকে বাড়িতে ঢুকে খালি থাকার সুযোগে ঝাপটে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে আজিজ নামে একব্যক্তি। এটি নিয়ে এলাকায় কান ধরে উঠবস করিয়ে ঘটনার ধামাচাপা দিতে চাইলেও বিষয়টি নিয়ে সংবাদ প্রচারের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ -ওসি- মোঃ জাহেদুল ইসলাম বলেন, ধর্ষণ ও ধর্ষণচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে । তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।