
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশন -ভূমি-ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪জনকে-১৪০০০/- চৌদ্দ হাজার- টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার -৮ মার্চ- দুপুর ৩.৩০ ঘটিকায় সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায়, পণ্যের ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩জনকে ৩টি মামলায় ১১০০০- এগারো হাজার- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- আকতার স্টোরের মালিক মো: রুবেল -৩৮- আরএস ট্রেডার্সের মালিক সেলিম উদ্দিন-৫৩-কে ৫০০০/- করে ১০,০০০/- ও আঞ্জুমান স্টোরের মালিক আবু সৈয়দকে ১০০০/- মোট ১১০০০-এগারো হাজার- টাকা অর্থদণ্ড প্রদান করে। এছাড়াও শাহী তাজ রেস্টুরেন্টে লাইসেন্স না থাকায় ৩০০০-তিন হাজার-টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল, ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন-ভূমি- ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।