
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামঃ সাতকানিয়া উপজেলার বাংলাবাজারে পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২জনকে ২টি মামলায়-৯০০০/- নয় হাজার- টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি দোকানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন চিত্র প্রদর্শন করায় ২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার -৪ মার্চ- দুপুর ১টায় সাতকানিয়া উপজেলার বাংলাবাজারে পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে ব্যবাসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। পণ্যের মোড়কে নির্ধারিত তথ্য না থাকায় এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তানিম স্টোরের মালিক আবদুল জলিল-৫৫-কে ৫০০০ টাকা, আল্লাহর দান স্টোরের মালিক আবদুল করিম-২২-কে ৪০০০/- ২জনকে ২টি মামলায় ৯০০০-নয় হাজার- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং জমজম স্টোরের মালিক জহিরুল আলম-৫২-কে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন চিত্র প্রদর্শন করায় তামাক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে ২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর, ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন-ভূমি-ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, সোমবার উপজেলার বোমাংহাট বাজারে ও বাজালিয়ায় দ্রব্যমূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬জনকে ৬টি মামলায় ৫,৫০০ -পাচ হাজার পাচশত- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে পবিত্র রমজান মাসে শুরু থেকে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং করায় প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন।