
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার কেরানীহাট পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২জনকে ২টি মামলায়-১০০০/- এক হাজার-টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার -২ মার্চ- দুপুর ১টায় সাতকানিয়া উপজেলার কেরানিহাট পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ, নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকা, পণ্যের অতিরিক্ত মূল্য রাখাসহ পণ্যের মোড়কে নির্ধারিত তথ্য থাকা ও পণ্যের মজুত পরীক্ষা করে দেখা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সাতকানিয়া কেরানীহাট কাঁচা বাজার আবছার ষ্টোরের মালিক মোঃ আবছার উদ্দিন ৪৫ ও সবজি বিতানের মালিক মোহাম্মদ ইয়াছিন -৪২-কে ৫০০/- করে ২জনকে ২টি মামলায় মোট-১,০০০/- এক হাজার- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন-ভূমি- ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।