
মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর,
রামগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক খোলা কাগজ এবং বাংলাদেশ সমাচারের রামগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং লামচরবহুমুখী উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক গুরুতর অসুস্থ সাংবাদিক ও শিক্ষক সাখাওয়াত হোসেন সাকার আশু রোগমুক্তি কামনায় রামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই (রবিবার) সন্ধ্যায় রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু তাহের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ ফারুক।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ প্রেসক্লাব সংগঠনের সকল সাংবাদিকরা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন রামগঞ্জ থানা জামে মসজিদ ও ডাকবাংলা মসজিদের পেশ মাওঃ মোঃ মহিন উদ্দিন ।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক সাখাওয়াত হোসেনের পেশাগত নিষ্ঠা, সততা ও মানবিক ভূমিকার কথা তুলে ধরে তাঁর সুস্থতার জন্য রামগঞ্জ উপজেলার সকল জনসাধানের কাছে দোয়া প্রার্থনা করেন।
দৈনিক খোলা কাগজ ও বাংলাদেশ সমাচার পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি সাখাওয়াত হোসেন সখা গত এক মাস ধরে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার পদ্মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।