
আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ৬ জানুয়ারি মঙলবার বিকেলে উপজেলা প্রশাসন, সরাইল আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোট গ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট ও অংশীজনদের সাথে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ৷ আবু বকর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া শাহ মোঃ আব্দুর রউফ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।উপজেলা নির্বাহী অফিসারের সঞ্চালনায় অবহিত করণ সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নৌশাদ মাহমুদ, সউক এমডি মমিন হোসেন, রিপোর্টাটা ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার,কালীকচ্ছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু ছায়েদসহ আরও অনেকেই মতবিনিময় সভায় কথা বলেন। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ উল্লেখিত বিষয়ের উপর ব্যাপক আলোচনা করেন।
প্রধান অতিথি বলেন,গণভোট এবং পোস্টাল ভোট প্রদানে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে, ইমামগনের মাধ্যমে প্রতি শুক্রবারে জুমায় আলোচনা, ইউপি চেয়ারম্যানও মেম্বারগনের মাধ্যমে পাড়া মহল্লায় মতবিনিময়, এনজিও প্রতিষ্ঠান এবং উপজেলার সকল দপ্তরের অফিসাররা প্রচারের একাধিক পরিকল্পনা বাস্তবায়ন করার আহবান জানান।
উক্ত সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসার, এন জিও কর্মী, একাধিক সাংবাদিক সংগঠনের সংবাদকর্মীবৃন্দ, ইউনিয়ন সমুহ্।

























