Dhaka , Friday, 22 November 2024
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা।। সীমিত সামর্থ্য ও নানা সংকট নিয়ে রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।। দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত।। সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতর থেকে ইজিবাইক চালকের জবাই করা লাশ উদ্ধার।। খাদ্যের সরবরাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা- বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।। আগামীকাল হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরু।। কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু।। শেরপুরে গ্রাম পর্যায়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।। মেধা যাচাইয়ের লক্ষ্যে জামালপুরে নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।। নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির জবাইকৃত লাশ উদ্ধার।। লক্ষ্মীপুরে আহতদের সুচিকিৎসা দাবিতে সড়ক অবরোধ।। রূপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টায় হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।। নিখোঁজের ১০ দিন পর খালে মিলল বেদের মরদেহ।। রামগঞ্জে বিনা লাভের সবজি বাজারে ব্যাপক সাড়া।। পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আহত ২।। কক্সবাজার’র রামুতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে প্রতারণা- দুইযুবক আটক।। মোবাইলে ভিডিও চালু রেখে পাবনার এক কিশোরীর ঢাকায় আত্মহত্যা।। কাজের গুনগত মান ঠিক না থাকলে বিল দেয়া হবে না- চসিক মেয়র ডা. শাহাদাত।। বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মায় শ্রমিক অসন্তোষ।। সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত সুমাইয়ার লাশ  চার মাস পর কবর থেকে উত্তোলন।। চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির দায়িত্ব গ্রহণ।। দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড।। ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায় -ধর্ম উপদেষ্টা।। বিদেশ যাওয়া হলোনা কলেজছাত্র জাকিরের মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু।। খাবার ও কম্বল বিতরণ করলো ক্লীন সিলেট।। ঠাকুরগাঁওয়ে সাফ চ্যাম্পিয়ান নারী ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা।। কথিত ইয়াবাসহ ওমরা হজ যাত্রী জেদ্দা এয়ারপোর্টে আটক পরে মুক্তি।। সিদ্ধিরগঞ্জে শিমরাইল শাখার ট্রাক টার্মিনালের সংস্কারকাজ চলছে।। শেরপুরে মানুষিক ভারসাম্যহীন নাতনিকে নিয়ে কষ্ট করে দিন পারি দিচ্ছেন নানি।। পাবনায় অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে ফায়ার সার্ভিসের গাড়িচালক নিহত।।

সরকার বছরে ৫০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত বদি – কমল – জাফর ও রেজাউল স্বৈরতন্ত্রে টেকনাফ করিডোর বন্ধ হয়ে যায়।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:06:52 am, Sunday, 10 November 2024
  • 17 বার পড়া হয়েছে

সরকার বছরে ৫০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত বদি - কমল - জাফর ও রেজাউল স্বৈরতন্ত্রে টেকনাফ করিডোর বন্ধ হয়ে যায়।।

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম।।
  
  
ছোট্ট একটা করিডোর ঘিরে ৫০ হাজার পরিবারের অর্থ ও খাদ্যের যোগানদার ছিলো টেকনাফ শাহ্পরীর দ্বীপ। সূর্য উদয় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত থাকতো হাজার মানুষের সমাগম, তৈরি হতো কর্মযজ্ঞ। বৈধ আয়ের পথ ছিলো সাধারণ খেটেখুটে খাওয়া মানুষগুলোর। কিন্তু শকুনের নজর থেকে রক্ষা পায়নি বৈধতা। অবৈধভাবে আয়ের পথ তৈরি করতে সুকৌশলে শাহ্পরীর দ্বীপের করিডোর বন্ধ করে দেওয়া হয়। ২০০৩ সালে জানুয়ারী থেকে ক্যাটল করিডোর হিসেবে চালু হয়। মায়ানমার থেকে স্বল্প মূল্যে গরু আমদানি করার নিমিত্তে এবং গরুর মাংস সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চিন্তাভাবনায় শাহ্পরীর দ্বীপ গবাদিপশু ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ- কে সরকার অনুমোদন দেয়। প্রতি গরু ৫০০ টাকা প্রতি ছাগল ৩০০ টাকা হারে সরকারের রাজস্ব আদায়ের নির্ধারণ করে করিডোর চালু করা হয়। ব্যবসায়ীরাও সরকারের রাজস্ব দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে এবং ২০২১ সালের জুলাই পর্যন্ত গরুর মাংস সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই ছিলো।বৈধ ব্যবসা বন্ধ হয়ে গেলেই এক লাফে গরুর মাংস ৮০০-৯০০ টাকা ও ছাগলের মাংস ১২০০-১৪০০ টাকা হলেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়।
শকুনের নজর করিডোরে-
শাহ্পরীর দ্বীপ ক্যাটল করিডোর চালু হলে পরে গবাদিপশু ব্বসায়ীরা প্রতিদিন গড়ে ১০০০ – ২০০০ গরু আমদানি করে নিয়ে আসতো, এবং সরকারও প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ লাখ টাকা করে রাজস্ব পেতো। সেখানে কোনো দলের নেতাকর্মীদের দেওয়া হতো না চাঁদা। স্থানীয় ছাত্রলীগ যুবলীগ চাঁদা আদায়ে ব্যর্থ হলেই বড় শকুন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি’র নজরে আনেন। দুই প্রস্তাব নিয়ে আলোচনা করেন সুকৌশলে সমিতির সভাপতির সাথে। প্রথম প্রস্তাব গরু বহনকারী বড় ট্রলারে বদির লোক আশা যাওয়া করবে, তার মানে হচ্ছে মায়ানমার থেকে ইয়াবা, আইচ, গোল্ড ও যতসব মাদকদ্রব্য আনা নেওয়া হবে এই করিডোর দিয়ে। সমিতির সভাপতি আবুল কাসেম প্রস্তাব নাকোচ করে দিলে বদি’র পক্ষে দ্বিতীয় প্রস্তাব দেওয়া হয় এককালীন ৩ (তিন) কোটি টাকা ও প্রতিমাসে ২০(বিশ) লাখ টাকা করে চাঁদা দিতে হবে। স্পষ্টভাবে বদি জানান এই তিন কোটি টাকার ভাগ দিতে হবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম, কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও চকরিয়া ১ আসনের সংসদ সদস্য জাফর আলম ওরফে বাইট্টা জাফর। সমিতিও স্পষ্টভাবে বলে দেন এখানে কোনো অবৈধভাবে ব্যবসা করা হচ্ছে না, সরকার অনুমোদন দিয়েছে ও বৈধভাবে সরকারের রাজস্ব দিয়ে ব্যবসা করা হয়। চাঁদা দিতে পারবেনা বললেই খড়গ নামে গবাদিপশু ব্যবসায়ীদের উপর। ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহমান বদি’র কুপ্রস্তাবে ব্যবসায়ীরা রাজি না হওয়ায় করিডোর বন্ধ করে দিতে উঠেপড়ে লাগে। কোনো কারণ ছাড়াই ২০২১ সালের ৫ জুলাই জেলা প্রশাসকের প্রতিবেদনের এক চিঠির মাধ্যমে শাহ্পরীর দ্বীপ করিডোর বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়ীদের মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আঁটকে যায় ওপারে মায়ানমারে এলসির টাকা। তৎকালীন ৯০ লাখ ডলারে ৭৬৫০ (ছিয়াত্তর কোটি পঞ্চাশ লাখ) টাকা ব্যবসায়ীদের সমিতির মাধ্যমে এলসি করা হয় গরু আমদানির জন্য। করিডোর বন্ধ হয়ে গেলে এলসির টাকা আর ফেরত আনতে পারেনি বলে জানা যায়।
যেভাবে করিডোর বন্ধ হয় :
মাদকসম্রাট আবদুর রহমান বদি’র কুপ্রস্তাবে রাজি না হলেই সুকৌশলে স্হানীয় তৎকালীন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী, বিজিবি’র লেফটেন্যন্ট কমান্ডার এম নঈম উল হক ও পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানকে দিয়ে ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্সের প্রতিবেদন প্রেরণের মাধ্যমে এবং ২৭ জুন ২০২১ পরবর্তী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্তে উপনীত গবাদিপশু অনুপ্রবেশ পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে ৪ জুলাই ২০২১ চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্সের সমবায় কমিটির বিশেষ সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয় চোরাচালান হচ্ছে বলে করিডোর ঝুকিপূর্ণ আছে বলে এক প্রতিবেদনের আলোকে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ স্বাক্ষরিত ও স্মারক নম্বর ৫,২০,২২০০,১২৩,০৭৭,০০৩,২০২১-৪৭১ মূলে প্রতিবেদন দাখিল করে ৫ জুলাই ২০২১ সালে উপরস্থ সিদ্ধান্ত বাস্তবায়ন ব্যাপরে নির্দেশনা করা হয়েছে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে মিয়ানমার সীমান্ত দিয়ে গবাদিপশু প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে বলা হয়েছে। পরবর্তী বিজিবি’র লেফটেন্যন্ট কমান্ডার এম নঈম উল হক মাধ্যমে মৌখিক ভাবে গবাদিপশু ব্যবসায়ীদের ডেকে ব্যবসা বন্ধ করে দিতে বলা হয় এবং আজ থেকে টেকনাফ শাহ্পরীর দ্বীপ ক্যাটল করিডোর বন্ধ করে দেওয়া হলো। শাহ্পরীর দ্বীপ গবাদিপশু ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এ অভিযোগ করে বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ফোন মাধ্যমে নাকি করিডোর বন্ধ করে দেওয়া হয়, কিন্তু কোনো চিঠি বা করিডোর বন্ধ করার বিষয়ে নির্দেশনা না দিয়ে মৌখিক ভাবে জানিয়ে দেওয়া হয়। 
করিডোর বন্ধ নাকি চোরাচালান বৃদ্ধি :
টেকনাফ বাসীর মধ্যে এখন একটাই প্রশ্ন শাহ্পরীর দ্বীপ করিডোর বন্ধ হলো নাকি মাদক ও সোনা চোরাচালান বৃদ্ধি পেলো। মায়ানমার থেকে গরু আমদানি করে ব্যবসায়ীরা শাহ্পরীর দ্বীপ করিডোর দিয়ে সরকারের দেওয়া নীতিমালা অনুসারে রাজস্ব পরিশোধের মাধ্যমে বৈধতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করতো। এবং ট্রলার দিয়ে যখন গরু শাহ্পরীর দ্বীপ করিডোরে আনা হতো সেখানে কঠোর নিরাপত্তার মধ্যে উপস্থিত থাকতো কাস্টমস কর্মকর্তা, এনবিআর কর্মকর্তা ও বিজিবি। অথচ বৈধ ব্যবসা ও সরকারের রাজস্ব ক্ষতি করে অবৈধভাবে গরু আনা হচ্ছে মিয়ানমার থেকে। বিশস্ত সুত্রে জানা যায়, তৎকালীন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম গোপন সিন্ডিকেট তৈরি করন মাধ্যমে মাদকসম্রাট আবদুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল ও জাফর আলম ওরফে বাইট্টা জাফর তত্ত্বাবধানে অবৈধভাবে গরু আনার পরিকল্পনায় মাদক ও সোনা চোরাচালান ব্যবসা বৃদ্ধি করে দেয়। নাইক্ষ্যাংছড়ির স্হানীয় নজরুল ইসলাম ও নুরুল আবছার সোহেলকে দিয়ে মায়ানমার থেকে অবৈধভাবে চোরাচালান মাধ্যমে গরুর সাথে ইয়াবা, আইচ ও সোনা আনা হয়। নাইক্ষ্যাংছড়ির সীমান্ত ফুলতলী, দোছড়ি, আশারতলীর জামছড়ি ও ধুমধুমে বাইশপারী দিয়ে গভীর রাতে ওপার মায়ানমার পান্ডো ও মন্ডু হয়ে বাংলাদেশে প্রতিদিন গড়ে ১ থেকে ২ কোটি টাকার চোরাচালান আসে। এই চোরাচালান আসায় স্হানীয় বান্দরবান জেলার নাইক্ষ্যাংছড়ি থানা ও কক্সবাজার জেলার রামু থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় দায়িত্বরত প্রশাসনের কর্মকর্তারা ব্যক্তিগত ভাবে লাভবান হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, স্থানীয় সকল প্রশাসনকে ম্যানেজ করে মায়ানমার থেকে গভীর রাতে গরু আনাটা হচ্ছে লোক দেখানো মূল ব্যবসা হচ্ছে ইয়াবা, আইচ ও সোনা চোরাচালান নিয়ে আসা হয়। মাদক ও সোনা চোরাচালানের ট্রানজিট হিসেবে নাইক্ষ্যাংছড়ি সীমান্ত এলাকা গুলো চোরাকারবারিদের সহজ সুবিধাজনক বলে যুবসমাজও চোরাকারবারিতে ঝুঁকে পরছে। 
বন্ধ হয়নি চোরাচালান : শাহ্পরীর দ্বীপ করিডোর দিয়ে গরু আনা হচ্ছে বলে মাদকের চালান আসছে ও ঝুঁকি আছে বলে করিডোর বন্ধ করে দেওয়া হলে গরু আমদানি ব্যবসাও বন্ধ হয়ে যায়। কিন্তু জনমনের বক্তব্য প্রশাসন কি চোরাচালান বন্ধ করতে পেরেছে, বরং আগের তুলনায় চোরাচালান বেড়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি মাদকসম্রাট আবদুর রহমান বদি’র সিন্ডিকেটের সুবিধা ও স্বার্থসিদ্ধি করতে সরকারের থাকা জেলা প্রশাসক সহ তৎকালীন দায়িত্বরত প্রশাসনের কর্মকর্তারাদের যোগসূত্রে বৈধ করিডোর বন্ধ করে দেওয়া হয়। শাহ্পরীর দ্বীপ করিডোর বন্ধ করে দিয়ে নাইক্ষ্যাংছড়ি সীমান্ত এলাকাকে চোরাচালানের ট্রানজিট হিসেবে ব্যবহার করতে সুবিধা হচ্ছে।
করিডোর খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন- 
বিগত আড়াই বছর ধরে করিডোর বন্ধ হয়ে থাকায় ব্যবসায়ীরা নিঃধারুণ কষ্টে পড়ে গেছে বলে জানান।এই গরু ব্যবসার সাথে প্রায় ৫০ হাজার পরিবারের আয়ের উৎসাহ ছিল। বর্তমানে প্রতিটি পরিবার কষ্টে দিনাতিপাত করছে বলে জানান। শাহ্পরীর দ্বীপ করিডোর খুলে দেওয়ার দাবিতে গত ৩০ অক্টোবর -বুধবার- টেকনাফবাসী মানববন্ধন করেন। করিডোর বন্ধের বিষয়ে জানতে চাইলে শাহ্পরীর দ্বীপ গবাদিপশু ব্যবসায়ী সমবায় সমিতি’র সভাপতি আবুল কাসেম বলেন ২০০৩ সাল থেকে বৈধভাবে বাংলাদেশ সরকারের রাজস্ব দিয়ে মায়ানমার থেকে গরু আমদানি করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের তৎকালীন ইয়াবা মাদকসম্রাট আবদুর রহমান বদি’র কুপ্রস্তাবে ও তার চাহিদা ৩ কোটি টাকা চাঁদা না দেওয়ায় করিডোর বন্ধ করে দেওয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক মোঃ সলিমুল্লা বলেন আগে করিডোর চালু ছিলো আমরা গরু ব্যবসায়ীরা গরু আমদানি করেছি তখন গরুর মাংস প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে ছিলো- সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মধ্যেই ছিলো এখন নাইক্ষ্যাংছড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে গরু আনা হচ্ছে তারা কোনো সরকারকে রাজস্ব দিচ্ছে না তেমনি গরুর দাম তিনগুণ বাড়িয়ে দেওয়ায় মাংস দামও ৭০০ থেকে ৮০০ টাকা হয়ে যাওয়াতে সাধারণ মানুষ মাংস কিনে খেতে পারছেনা। নাইক্ষ্যাংছড়ি সীমান্ত দিয়ে গরু আনার নামে মাদকের চোরাচালান আসছে। সরকার যদি অবৈধভাবে গরু আনা বন্ধ করে দিয়ে করিডোর খুলে দেয় তাহলে সরকার রাজস্ব পাবে প্রয়োজনে আগের নির্ধারিত প্রতি গরু ৫০০ টাকার স্থলে ১ হাজার টাকা করে দিলেও গরুর মাংস প্রতি কেজি ৫ – ৬ শত টাকার মধ্যে বিক্রি করা যাবে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। এলাকাবাসীও বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা করছে করিডোর খুলে দিয়ে ৫০ হাজার পরিবারের আয়ের উৎসাহ যোগান দিবে এবং মাদকসম্রাটদেরকে আইনের আওতায় আনবেন। মুঠো ফোনে জানতে চাওয়া হলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান জানান তখনকার সময় ব্যবসয়ীদরকে উদ্বুদ্ধ করা হয় কিন্তু পরে পাচারে সমস্যা কারণে করিডোর বন্ধ করে দেওয়া হয়। মানববন্ধন বিষয় বলেন ব্যবসায়ীরা এর আগেও কয়েকবার করেছে গত তিন মাস আগেও মানববন্ধন করে আমার কাছে স্মারকলিপি দেয় সেটা আমি উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে পাঠিয়েছি। কক্সবাজার জেলা পুলিশ সুপার হোয়াটসঅ্যাপ এ জানান এটা জেলা প্রশাসকের বিষয় ওনার সাথে যোগাযোগ করার জন্য। কক্সবাজার জেলা প্রশাসকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি পরে হোয়াটসঅ্যাপ এ বিষয়টি জানতে চাইলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা।।

সরকার বছরে ৫০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত বদি – কমল – জাফর ও রেজাউল স্বৈরতন্ত্রে টেকনাফ করিডোর বন্ধ হয়ে যায়।।

আপডেট সময় : 06:06:52 am, Sunday, 10 November 2024
নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম।।
  
  
ছোট্ট একটা করিডোর ঘিরে ৫০ হাজার পরিবারের অর্থ ও খাদ্যের যোগানদার ছিলো টেকনাফ শাহ্পরীর দ্বীপ। সূর্য উদয় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত থাকতো হাজার মানুষের সমাগম, তৈরি হতো কর্মযজ্ঞ। বৈধ আয়ের পথ ছিলো সাধারণ খেটেখুটে খাওয়া মানুষগুলোর। কিন্তু শকুনের নজর থেকে রক্ষা পায়নি বৈধতা। অবৈধভাবে আয়ের পথ তৈরি করতে সুকৌশলে শাহ্পরীর দ্বীপের করিডোর বন্ধ করে দেওয়া হয়। ২০০৩ সালে জানুয়ারী থেকে ক্যাটল করিডোর হিসেবে চালু হয়। মায়ানমার থেকে স্বল্প মূল্যে গরু আমদানি করার নিমিত্তে এবং গরুর মাংস সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চিন্তাভাবনায় শাহ্পরীর দ্বীপ গবাদিপশু ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ- কে সরকার অনুমোদন দেয়। প্রতি গরু ৫০০ টাকা প্রতি ছাগল ৩০০ টাকা হারে সরকারের রাজস্ব আদায়ের নির্ধারণ করে করিডোর চালু করা হয়। ব্যবসায়ীরাও সরকারের রাজস্ব দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে এবং ২০২১ সালের জুলাই পর্যন্ত গরুর মাংস সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই ছিলো।বৈধ ব্যবসা বন্ধ হয়ে গেলেই এক লাফে গরুর মাংস ৮০০-৯০০ টাকা ও ছাগলের মাংস ১২০০-১৪০০ টাকা হলেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়।
শকুনের নজর করিডোরে-
শাহ্পরীর দ্বীপ ক্যাটল করিডোর চালু হলে পরে গবাদিপশু ব্বসায়ীরা প্রতিদিন গড়ে ১০০০ – ২০০০ গরু আমদানি করে নিয়ে আসতো, এবং সরকারও প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ লাখ টাকা করে রাজস্ব পেতো। সেখানে কোনো দলের নেতাকর্মীদের দেওয়া হতো না চাঁদা। স্থানীয় ছাত্রলীগ যুবলীগ চাঁদা আদায়ে ব্যর্থ হলেই বড় শকুন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি’র নজরে আনেন। দুই প্রস্তাব নিয়ে আলোচনা করেন সুকৌশলে সমিতির সভাপতির সাথে। প্রথম প্রস্তাব গরু বহনকারী বড় ট্রলারে বদির লোক আশা যাওয়া করবে, তার মানে হচ্ছে মায়ানমার থেকে ইয়াবা, আইচ, গোল্ড ও যতসব মাদকদ্রব্য আনা নেওয়া হবে এই করিডোর দিয়ে। সমিতির সভাপতি আবুল কাসেম প্রস্তাব নাকোচ করে দিলে বদি’র পক্ষে দ্বিতীয় প্রস্তাব দেওয়া হয় এককালীন ৩ (তিন) কোটি টাকা ও প্রতিমাসে ২০(বিশ) লাখ টাকা করে চাঁদা দিতে হবে। স্পষ্টভাবে বদি জানান এই তিন কোটি টাকার ভাগ দিতে হবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম, কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও চকরিয়া ১ আসনের সংসদ সদস্য জাফর আলম ওরফে বাইট্টা জাফর। সমিতিও স্পষ্টভাবে বলে দেন এখানে কোনো অবৈধভাবে ব্যবসা করা হচ্ছে না, সরকার অনুমোদন দিয়েছে ও বৈধভাবে সরকারের রাজস্ব দিয়ে ব্যবসা করা হয়। চাঁদা দিতে পারবেনা বললেই খড়গ নামে গবাদিপশু ব্যবসায়ীদের উপর। ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহমান বদি’র কুপ্রস্তাবে ব্যবসায়ীরা রাজি না হওয়ায় করিডোর বন্ধ করে দিতে উঠেপড়ে লাগে। কোনো কারণ ছাড়াই ২০২১ সালের ৫ জুলাই জেলা প্রশাসকের প্রতিবেদনের এক চিঠির মাধ্যমে শাহ্পরীর দ্বীপ করিডোর বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়ীদের মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আঁটকে যায় ওপারে মায়ানমারে এলসির টাকা। তৎকালীন ৯০ লাখ ডলারে ৭৬৫০ (ছিয়াত্তর কোটি পঞ্চাশ লাখ) টাকা ব্যবসায়ীদের সমিতির মাধ্যমে এলসি করা হয় গরু আমদানির জন্য। করিডোর বন্ধ হয়ে গেলে এলসির টাকা আর ফেরত আনতে পারেনি বলে জানা যায়।
যেভাবে করিডোর বন্ধ হয় :
মাদকসম্রাট আবদুর রহমান বদি’র কুপ্রস্তাবে রাজি না হলেই সুকৌশলে স্হানীয় তৎকালীন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী, বিজিবি’র লেফটেন্যন্ট কমান্ডার এম নঈম উল হক ও পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানকে দিয়ে ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্সের প্রতিবেদন প্রেরণের মাধ্যমে এবং ২৭ জুন ২০২১ পরবর্তী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্তে উপনীত গবাদিপশু অনুপ্রবেশ পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে ৪ জুলাই ২০২১ চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্সের সমবায় কমিটির বিশেষ সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয় চোরাচালান হচ্ছে বলে করিডোর ঝুকিপূর্ণ আছে বলে এক প্রতিবেদনের আলোকে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ স্বাক্ষরিত ও স্মারক নম্বর ৫,২০,২২০০,১২৩,০৭৭,০০৩,২০২১-৪৭১ মূলে প্রতিবেদন দাখিল করে ৫ জুলাই ২০২১ সালে উপরস্থ সিদ্ধান্ত বাস্তবায়ন ব্যাপরে নির্দেশনা করা হয়েছে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে মিয়ানমার সীমান্ত দিয়ে গবাদিপশু প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে বলা হয়েছে। পরবর্তী বিজিবি’র লেফটেন্যন্ট কমান্ডার এম নঈম উল হক মাধ্যমে মৌখিক ভাবে গবাদিপশু ব্যবসায়ীদের ডেকে ব্যবসা বন্ধ করে দিতে বলা হয় এবং আজ থেকে টেকনাফ শাহ্পরীর দ্বীপ ক্যাটল করিডোর বন্ধ করে দেওয়া হলো। শাহ্পরীর দ্বীপ গবাদিপশু ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এ অভিযোগ করে বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ফোন মাধ্যমে নাকি করিডোর বন্ধ করে দেওয়া হয়, কিন্তু কোনো চিঠি বা করিডোর বন্ধ করার বিষয়ে নির্দেশনা না দিয়ে মৌখিক ভাবে জানিয়ে দেওয়া হয়। 
করিডোর বন্ধ নাকি চোরাচালান বৃদ্ধি :
টেকনাফ বাসীর মধ্যে এখন একটাই প্রশ্ন শাহ্পরীর দ্বীপ করিডোর বন্ধ হলো নাকি মাদক ও সোনা চোরাচালান বৃদ্ধি পেলো। মায়ানমার থেকে গরু আমদানি করে ব্যবসায়ীরা শাহ্পরীর দ্বীপ করিডোর দিয়ে সরকারের দেওয়া নীতিমালা অনুসারে রাজস্ব পরিশোধের মাধ্যমে বৈধতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করতো। এবং ট্রলার দিয়ে যখন গরু শাহ্পরীর দ্বীপ করিডোরে আনা হতো সেখানে কঠোর নিরাপত্তার মধ্যে উপস্থিত থাকতো কাস্টমস কর্মকর্তা, এনবিআর কর্মকর্তা ও বিজিবি। অথচ বৈধ ব্যবসা ও সরকারের রাজস্ব ক্ষতি করে অবৈধভাবে গরু আনা হচ্ছে মিয়ানমার থেকে। বিশস্ত সুত্রে জানা যায়, তৎকালীন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম গোপন সিন্ডিকেট তৈরি করন মাধ্যমে মাদকসম্রাট আবদুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল ও জাফর আলম ওরফে বাইট্টা জাফর তত্ত্বাবধানে অবৈধভাবে গরু আনার পরিকল্পনায় মাদক ও সোনা চোরাচালান ব্যবসা বৃদ্ধি করে দেয়। নাইক্ষ্যাংছড়ির স্হানীয় নজরুল ইসলাম ও নুরুল আবছার সোহেলকে দিয়ে মায়ানমার থেকে অবৈধভাবে চোরাচালান মাধ্যমে গরুর সাথে ইয়াবা, আইচ ও সোনা আনা হয়। নাইক্ষ্যাংছড়ির সীমান্ত ফুলতলী, দোছড়ি, আশারতলীর জামছড়ি ও ধুমধুমে বাইশপারী দিয়ে গভীর রাতে ওপার মায়ানমার পান্ডো ও মন্ডু হয়ে বাংলাদেশে প্রতিদিন গড়ে ১ থেকে ২ কোটি টাকার চোরাচালান আসে। এই চোরাচালান আসায় স্হানীয় বান্দরবান জেলার নাইক্ষ্যাংছড়ি থানা ও কক্সবাজার জেলার রামু থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় দায়িত্বরত প্রশাসনের কর্মকর্তারা ব্যক্তিগত ভাবে লাভবান হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, স্থানীয় সকল প্রশাসনকে ম্যানেজ করে মায়ানমার থেকে গভীর রাতে গরু আনাটা হচ্ছে লোক দেখানো মূল ব্যবসা হচ্ছে ইয়াবা, আইচ ও সোনা চোরাচালান নিয়ে আসা হয়। মাদক ও সোনা চোরাচালানের ট্রানজিট হিসেবে নাইক্ষ্যাংছড়ি সীমান্ত এলাকা গুলো চোরাকারবারিদের সহজ সুবিধাজনক বলে যুবসমাজও চোরাকারবারিতে ঝুঁকে পরছে। 
বন্ধ হয়নি চোরাচালান : শাহ্পরীর দ্বীপ করিডোর দিয়ে গরু আনা হচ্ছে বলে মাদকের চালান আসছে ও ঝুঁকি আছে বলে করিডোর বন্ধ করে দেওয়া হলে গরু আমদানি ব্যবসাও বন্ধ হয়ে যায়। কিন্তু জনমনের বক্তব্য প্রশাসন কি চোরাচালান বন্ধ করতে পেরেছে, বরং আগের তুলনায় চোরাচালান বেড়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি মাদকসম্রাট আবদুর রহমান বদি’র সিন্ডিকেটের সুবিধা ও স্বার্থসিদ্ধি করতে সরকারের থাকা জেলা প্রশাসক সহ তৎকালীন দায়িত্বরত প্রশাসনের কর্মকর্তারাদের যোগসূত্রে বৈধ করিডোর বন্ধ করে দেওয়া হয়। শাহ্পরীর দ্বীপ করিডোর বন্ধ করে দিয়ে নাইক্ষ্যাংছড়ি সীমান্ত এলাকাকে চোরাচালানের ট্রানজিট হিসেবে ব্যবহার করতে সুবিধা হচ্ছে।
করিডোর খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন- 
বিগত আড়াই বছর ধরে করিডোর বন্ধ হয়ে থাকায় ব্যবসায়ীরা নিঃধারুণ কষ্টে পড়ে গেছে বলে জানান।এই গরু ব্যবসার সাথে প্রায় ৫০ হাজার পরিবারের আয়ের উৎসাহ ছিল। বর্তমানে প্রতিটি পরিবার কষ্টে দিনাতিপাত করছে বলে জানান। শাহ্পরীর দ্বীপ করিডোর খুলে দেওয়ার দাবিতে গত ৩০ অক্টোবর -বুধবার- টেকনাফবাসী মানববন্ধন করেন। করিডোর বন্ধের বিষয়ে জানতে চাইলে শাহ্পরীর দ্বীপ গবাদিপশু ব্যবসায়ী সমবায় সমিতি’র সভাপতি আবুল কাসেম বলেন ২০০৩ সাল থেকে বৈধভাবে বাংলাদেশ সরকারের রাজস্ব দিয়ে মায়ানমার থেকে গরু আমদানি করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের তৎকালীন ইয়াবা মাদকসম্রাট আবদুর রহমান বদি’র কুপ্রস্তাবে ও তার চাহিদা ৩ কোটি টাকা চাঁদা না দেওয়ায় করিডোর বন্ধ করে দেওয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক মোঃ সলিমুল্লা বলেন আগে করিডোর চালু ছিলো আমরা গরু ব্যবসায়ীরা গরু আমদানি করেছি তখন গরুর মাংস প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে ছিলো- সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মধ্যেই ছিলো এখন নাইক্ষ্যাংছড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে গরু আনা হচ্ছে তারা কোনো সরকারকে রাজস্ব দিচ্ছে না তেমনি গরুর দাম তিনগুণ বাড়িয়ে দেওয়ায় মাংস দামও ৭০০ থেকে ৮০০ টাকা হয়ে যাওয়াতে সাধারণ মানুষ মাংস কিনে খেতে পারছেনা। নাইক্ষ্যাংছড়ি সীমান্ত দিয়ে গরু আনার নামে মাদকের চোরাচালান আসছে। সরকার যদি অবৈধভাবে গরু আনা বন্ধ করে দিয়ে করিডোর খুলে দেয় তাহলে সরকার রাজস্ব পাবে প্রয়োজনে আগের নির্ধারিত প্রতি গরু ৫০০ টাকার স্থলে ১ হাজার টাকা করে দিলেও গরুর মাংস প্রতি কেজি ৫ – ৬ শত টাকার মধ্যে বিক্রি করা যাবে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। এলাকাবাসীও বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা করছে করিডোর খুলে দিয়ে ৫০ হাজার পরিবারের আয়ের উৎসাহ যোগান দিবে এবং মাদকসম্রাটদেরকে আইনের আওতায় আনবেন। মুঠো ফোনে জানতে চাওয়া হলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান জানান তখনকার সময় ব্যবসয়ীদরকে উদ্বুদ্ধ করা হয় কিন্তু পরে পাচারে সমস্যা কারণে করিডোর বন্ধ করে দেওয়া হয়। মানববন্ধন বিষয় বলেন ব্যবসায়ীরা এর আগেও কয়েকবার করেছে গত তিন মাস আগেও মানববন্ধন করে আমার কাছে স্মারকলিপি দেয় সেটা আমি উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে পাঠিয়েছি। কক্সবাজার জেলা পুলিশ সুপার হোয়াটসঅ্যাপ এ জানান এটা জেলা প্রশাসকের বিষয় ওনার সাথে যোগাযোগ করার জন্য। কক্সবাজার জেলা প্রশাসকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি পরে হোয়াটসঅ্যাপ এ বিষয়টি জানতে চাইলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।