
দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
সবচেয়ে বেশি টুইটারে অবমাননার শিকার রোনালদো-ম্যাগুয়ের
ম্যানচেস্টার ইউনাইটেডের দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং হ্যারি ম্যাগুয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সবচেয়ে বেশি অবমাননার শিকার হয়েছেন। এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
গত মৌসুমের প্রথম অর্ধেকে অফকমের সহযোগিতায় অ্যালান টুরিং ইনস্টিটিউট সমীক্ষা চালায়। দেখা গেছে, রোনালদো সেসময়ে ১২.৫২০টি অবমাননাকর টুইট পেয়েছেন, ম্যাগুয়ের পেয়েছেন ৮,৯৫৪টি।
তালিকায় পরে আছেন মার্কাস র্যাশফোর্ড। তাকে লক্ষ্য করে ৬,৪০০টির বেশি অবমাননাকর টুইট করা হয়েছে।
গত মৌসুমে ইউনাইটেডের হয়ে বেশি নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়াদের মধ্যে আরও আছেন- ব্রুনো ফার্নান্দেজ, ফ্রেড, জেসে লিংগার্ড, পল পগবা এবং ডেভিড ডি গিয়া। ষষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা রেড ডেভিলরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়াতে ক্লাবটির খেলোয়াড়রা তোপের মুখে পড়েন।
টটেনহ্যাম হটস্পার স্ট্রাইকার হ্যারি কেন ২,২১৭ এবং গত বছর ১০০ মিলিয়ন ইউরোয় ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করা জ্যাক গ্রিলিশ ১,৫৩৮টি অবমাননাকর টুইট পেয়েছেন।
২.৩ মিলিয়ন টুইটের উপর সমীক্ষা চালানো হয়েছিল। যার মধ্যে প্রায় ৬০ হাজার টুইটই ছিল অবমাননাকর। চমকে ওঠার মতো তথ্য হল, প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে অতিমাত্রায়। তথ্য বলছে, ১০ ফুটবলারের মধ্যে ৭ জনই অনলাইনে হেনস্তার শিকার হয়েছেন।