দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
শ্রমিকদের জন্য কতটা কাজ করে রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলো? এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের অঙ্গ, সহযোগী কিংবা ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে শ্রমিক সংগঠন থাকলেও তারা শ্রমিকদের কল্যাণে কতটা কাজ করে সেটি নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগ এবং বিএনপির সহযোগী জাতীয়তাবাদী শ্রমিক দল রয়েছে। এছাড়া বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলেরও নানা শ্রমিক সংগঠন আছে।
বিভিন্ন সময় শ্রমিকরা যখন নানা দাবি উত্থাপন করে সেগুলো মীমাংসার জন্য সরকার যে কমিটি গঠন করে সেখানে ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত শ্রমিকদের যুক্ত করে। এতে করে ক্ষমতাসীনদের প্রভাব শ্রমিকদের ওপর বজায় থাকে।
শ্রমিকদের সাথে বিভিন্ন দরকষাকষিতে সাধারণত ভিন্ন কোনো রাজৈনৈতিক দলের সাথে সম্পৃক্ত শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব দেখা যায় না।
শ্রমিকদের দাবি যদি সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তখন সরকারি দল চায় না যে তাদের শ্রমিক সংগঠন সেসব দাবির সমর্থনে এগিয়ে আসুক।