ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে চটগ্রাম প্রেসক্লাব চত্বরে শিশু আল মুহাম্মদ হক আহাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করে এস.এস.সি ৯৪ ব্যাচের বন্ধুরা।
মানব বন্ধনে অংশগ্রহণ কারীরা শিশু আহাদ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন প্রশাসনের প্রতি।এর আগে মঙ্গলবার -৭ জানুয়ারি- দিনগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর ডিসির পাহাড় এলাকার নিজ বাড়ির পাশের একটি খালি প্লটের মিলেছে এই মরদেহ। এদিন বিকাল ৫টা থেকে নিখোঁজ ছিল শিশুটি।
মৃত শিশু আল মুহাম্মদ হক আহাদ ওই এলাকার অনোয়ারুল হকের ছেলে। এবং স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- ইলিয়াস খান জানিয়েছেন, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। একপর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির নিথর দেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।