
চঞ্চল,
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সবুজ ইসলাম (২৫)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোররাতে মেইন পিলার ৮৬৪/৫ থ্রি-এসএল এলাকার কাছে ভারতীয় সীমান্তের ভেতরে এই ঘটনাটি ঘটে। সবুজ ইসলাম পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্র ও বিজিবির প্রাথমিক তথ্যে জানা যায়, ভোররাতে গরু পারাপারের উদ্দেশ্যে সবুজ ইসলামসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ৩০ গজ ভেতরে প্রবেশ করেন। এসময় চেনাকাটায় অবস্থানরত বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের টহল দল তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সবুজ ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। গুলির শব্দ শুনে অন্যরা পালিয়ে এলেও বিএসএফ নিহত যুবকের মরদেহ তুলে নেয় বলে জানা গেছে।
ঘটনার পর সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয়দের দাবি। তবে নিহত যুবকের মরদেহ দেশে ফেরত আনা বা এই বৈঠকের ফল সম্পর্কে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য নিশ্চিত করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা নিহত সবুজের মরদেহ দ্রুত দেশে ফেরত আনা এবং ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
























