
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুইজন ব্যক্তি লালমনিরহাটের সংবাদকর্মী ফারুক আহমেদ সূর্যকে নিয়ে মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন কথাবার্তা লিখে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেন ও তাকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ উঠেছে।
সংবাদকর্মী সূর্য দৈনিক ভোরের চেতনার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়টি উল্লেখ করে তিনি গত শনিবার লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন- আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মো. আতাউর রহমান সাজু -৩০- ও সারপুকুর ইউনিয়নের খারুভাজ এলাকার রফিকুল চৌকিদারের ছেলে রোকন -৩২-।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার -২ মে- দুপুর আনুমানিক ২ টার দিকে উল্লিখিত দুই ব্যক্তি তাদের ‘জাতীয়তাবাদী যুবদল’ ও ‘Md Rokon ফেসবুক আইডি থেকে সূর্যের ছবি ও নাম ব্যবহার করে মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন কথাবার্তা লিখে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেন। এই বিষয়টি জানতে পেরে সাংবাদিক সূর্য তাদেরকে কল করে পোস্টগুলো মুছে ফেলার অনুরোধ জানান। কিন্তু তারা এ বিষয়ে অস্বীকৃতি জানান। পাশাপাশি সূর্যকে ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন ধরণের কথা বলে শাসান।
সাংবাদিক সূর্য বলেন, “তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এছাড়াও আমাকে বিভিন্নভাবে শাসিয়েছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।“
এ বিষয়টি নিয়ে অভিযুক্তদের সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি- তদন্ত বাদল কুমার বলেন , “তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।“