
চঞ্চল,
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লালমনিরহাটে পৃথক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ও সন্ধ্যায় জেলা শহরের ‘হামার বাড়ি’ কার্যালয়ে পৃথকভাবে এই কর্মসূচি পালিত হয়।
বিকেলে জেলা যুবদলের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান (ভিপি আনিস)। এসময় সদস্য সচিব হাসান আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোকসভায় ভিপি আনিস বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি আজীবন স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করে গেছেন। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অকৃত্রিম অভিভাবককে হারাল।”
অন্যদিকে, সন্ধ্যার পর একই স্থানে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক আসাদসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
স্মৃতিচারণ করতে গিয়ে আব্দুস সাত্তার বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন মাদার অব ডেমোক্রেসি। তিনি আমৃত্যু দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার আদায়ের পক্ষে লড়েছেন। তাঁর আদর্শ বুকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
উভয় কর্মসূচিতেই মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

























