
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে পৌর আ. লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ওরফে মুন্সী রাশেদকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বুধবার -৯ এপ্রিল- রাত আনুমানিক ৯টার দিকে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে রাশেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোহাম্মদ নূরনবী।
গ্রেপ্তার হওয়া রাশেদুল হাসান রাশেদ -৪৮- জেলা শহরের খোর্দ্দসাপটানা এলাকার হাসান আলির ছেলে ও পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন লালমনিরহাট পৌরসভার কাউন্সিলর ছিলেন।
সদর থানা ওসি মোহাম্মদ নুরুনবী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গণহত্যার ঘটনায় ঢাকা লালবাগ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলা এবং মিরপুর থানায় দায়েরকৃত একটি হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। “
ওসি নূরনবী জানান, আওয়ামী লীগ নেতা রাশেদের বিরুদ্ধে উল্লিখিত মামলা ছাড়াও মিশন মোড়ে অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুর, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুর ও একই এলাকায় দোকানপাট ভাঙচুরের মামলা রয়েছে।