
চঞ্চল,
আজ সোমবার দুপুরে লালমনিরহাটের বিডিআর গেট রেলক্রসিং এলাকায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আন্তঃনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লালমনিরহাট ব্যাটালিয়ন -১৫ বিজিবি- এর একটি প্লাটুন সদস্য ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ শুরু করেছে।
স্থানীয় সূত্র ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৬৬ নম্বর লোকাল ট্রেনটি যখন লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশ করছিল, সে সময় বিডিআর গেট রেলক্রসিং পয়েন্টে ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনকে অন্য একটি রেললাইনে ঘোরানোর কাজ চলছিল। হঠাৎ করেই লোকাল ট্রেনটি ‘লালমনি এক্সপ্রেস’-কে সজোরে ধাক্কা দেয়, যার ফলে এক্সপ্রেস ট্রেনের পেছনের দুটি বগি লাইন থেকে ছিটকে উল্টে যায়।
প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা এক বড় স্বস্তির বিষয়।
এই দুর্ঘটনার পর, লালমনিরহাট ব্যাটালিয়ন -১৫ বিজিবি- এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি’র দ্রুত পদক্ষেপের কথা জানিয়েছেন। তিনি বলেন, “দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা আমাদের দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছি এবং সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয় করে উদ্ধার কাজ ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক সহায়তা দিচ্ছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা পুরোদমে চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনার জেরে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যার কারণে যাত্রীদের সাময়িক ভোগান্তির শিকার হতে হচ্ছে।