
চঞ্চল,
লালমনিরহাট জেলা শহরের কালেক্টরেট মাঠে আন্ত:সুরকিমীল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে টুর্নামেন্ট কমিটির আয়োজনে এই খেলার পরিচালনা ও সভাপতিত্ব করেন সাবেক খেলোয়ার ও জেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম খন্দকার।
খেলায় নাফ (নদী) একাদশের সাথে পদ্মা একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেন শিশু থেকে শুরু করে সব বয়সের কয়েকশ দর্শক ও সুরকিমীলের স্থানীয় বাসিন্দারা। খেলায় নাফ একাদশ ৩-২ গোলে জয়ের ট্রফি ছিনিয়ে নেয়। আর রানারআপ হওয়ার সান্ত্বনা নিয়ে ঘরে ফেরে পদ্মা একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। তিনি বলেন, “আজ আমাদের যুব সমাজ মাদকের ভয়াল গ্রাসে ধ্বংস হচ্ছে। তারা পারিবারিক সামাজিক শিষ্ঠাচার না মেনে বিপথে পা বাড়াচ্ছে। একমাত্র খেলাধুলাই তাদেরকে বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পারে। এর ফলে তাদের সুস্থ মানসিক বিকাশের পাশাপাশি সুস্বাস্থ্য নিশ্চিত হবে। আমি এই খেলার উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই এই ধরনের আয়োজন করার জন্য। “
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মজমুল হোসেন প্রামানিক, জেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ভিপি আনিছ, সাবেক খেলোয়াড় ও জেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ বকুল, জেলা ট্রাক ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন, জেলা ট্রাক ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী মো. নিয়াজ আহম্মেদ রেজা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিঠুন সরকার মিঠু।