
চঞ্চল,
লালমনিরহাটে অভিযান চালিয়ে অপহরণ মামলার এক আসামিকে গ্রেফতারের পাশাপাশি অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৩। রবিবার বিকেলে লালমনিরহাট সদর এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক -মিডিয়া- বিপ্লব কুমার গোস্বামী সোমবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানান।
র্যাব জানায়, তাদের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদরের নামাটারী এলাকার ‘প্রান্ত ভিলা’ নামে একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে আসামি মোঃ আব্দুল্লাহ আল গালিবকে -১৯- গ্রেফতার করা হয় এবং একই সাথে তার জিম্মায় থাকা অপহৃত তরুণীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
উল্লেখ্য, ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করার জেরে গত বছরের সেপ্টেম্বরে অপহরণ করা হয়েছিল বলে আদিতমারী থানায় দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়। গ্রেফতারকৃত আসামি আব্দুল্লাহ আল গালিব আদিতমারী উপজেলার মহিষখোচা ডাকুর খামার গ্রামের মোঃ তৈয়ব আলীর ছেলে এবং উক্ত মামলার এজাহারনামীয় আসামি।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।