
ভূমি অফিস সূত্রে জানা যায়, এসিল্যান্ড দিতী রায় ১৮ ফেব্রুয়ারি বদলি হয়ে বিদেশে চলে যান। তারপর সেই শূন্য পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও-জাকিয়া সুলতানা। তিনি তার নিজ দায়িত্বের পাশাপাশি এই দায়িত্ব পালন করতে গিয়ে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সময় দিতে পারছেন না কিংবা নিয়মিত ভূমি অফিসে বসতে পারছেন না। ফলশ্রুতিতে কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের সেবাগ্রহীতারা ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মোস্তফা নামের একজন ভুক্তভোগী বলেন, “ ২ মাস আগে নামজারির আবেদন করে এখনও কাজ হয়নি। কবে আমার কাজটি হবে এ বিষয়ে ভূমি অফিসের কেউ কিছু বলতে পারছেনা ।”
একটি ইউনিয়নের সহকারী কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, “নামজারি ও জমি খারিজের কাজ ধীরগতিতে চলছে। এতে সেবাগ্রহীতারা ঠিকমতো সেবা পাচ্ছেন না। তাদেরকে বুঝাতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও-জাকিয়া সুলতানা বলেন, “বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অফিসিয়ালি জানানো হয়েছে। বর্তমানে আমরা ভূমি অফিসের কার্যক্রম যেন ব্যাহত না হয় সে বিষয়ে সচেষ্ট আছি।”