
মো.ইমরান হোসেন,
কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবির খাঁন বলেছেন,
অটোরিকশা চালকদের ট্রেনিং ও লাইসেন্স প্রদান করে মহাসড়কে চালানোর সুযোগ করে দেওয়া হবে।
শুক্রবার (৩১অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর বাস টার্মিনালে অটোরিকশা চালকদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
হুমায়ুন কবির খাঁন বলেন, কালিয়াকৈরে মহাসড়কের দু’পাশে সার্ভিস লাইনে যারা অবৈধভাবে দখল করে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে দ্রুত তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।তিনি বলেন, অটোরিকশা চালক ও শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি সব সময় পাশে থাকবে।
আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি র্টামিনাল থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে টার্মিনালে এসে শেষ হয়।






















