
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে -১ রামগঞ্জ হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন২০১৪ সালে তরিকত ফেডারেশন হতে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল সমালোচনার ঝড় উঠেছে। উল্লেখ্য যে এম এ আউয়াল তরিকত ফেডারেশন থেকে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে লক্ষ্মীপুর-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তখন তরিকত ফেডারেশনের মহাসচিব ছিলেন। ২০১৮ সালে তরিকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এতে তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে চেয়ারম্যান হন।
তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।অনেককে বলতে শোনা গেছে ফ্যাসিস্ট সরকারের সহযোগী কিভাবে নির্বাচনে অংশ নেয় ? তাকে প্রতিহত করা উচিত।
এ ছাড়াও ঢাকায় জমি নিয়ে বি’রোধের জেরে ২০২১ সালের ১৬ মে রাজধানীর পল্লবীতে ছোট ছেলের সামনে প্রকাশ্যে শাহিন উদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটান সাবেক এ সাংসদ। তখন নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে এমএ আউয়ালসহ ২০ জনের নাম উল্লেখ করে হত্যা মা’মলা দায়ের করেন। র্যাবের হাতে গ্রে’প্তার হওয়ার পর তিনি জামিনে বের হন।















