
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ড. রেজাউল করিম বলেছেন, যারা শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করবে, তাদের হাত ভেঙে দেওয়া হবে। রাজনৈতিকভাবে যারা অতীতে চাঁদা আদায় করেছেন এবং করতে চান তারা ভিক্ষুক হিসেবে চিহ্নিত হয়েছেন। আগামীতে যারা বিভিন্ন নামে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করতে আসবে তাদের আটক করে পুলিশে সোর্পদ করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।
১লা মে মহান মে দিবস উপলক্ষে শহরের দক্ষিণ তেমুহানী এলাকায় শ্রমিক সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রমিকরা ন্যায্য মজুরি পান না অভিযোগ করে তিনি আরও বলেন, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যদি জামায়াত ইসলাম আসতে পারে, তাহলে নারী ও পুরেুষের মজুরির বৈষম্য দূর করে ন্যূনতম ২৫ হাজার টাকা করা হবে। অতীতে শ্রমিকরা নানা নির্যাতনের শিকার হয়েছেন। এখনও তা বন্ধ হয়নি। অনতিবিলম্ভে শ্রমিকদের নির্যাতন বন্ধ করতে হবে। হাসিনার পতনের পেছনে শ্রমিকদের অবদান কোনও অংশে কম ছিল না।
তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। পাচার হওয়া টাকা ফেরত এনে জুলাই অভ্যুথানে শহীদের পরিবার ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা
সমাবেশ শেষে ড. রেজাউল করিমের নেতৃত্বে দক্ষিণ তেমুহানী থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।