
এন বি আকাশ,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ রায়হান কবির।
এসময় বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ আলমগীর হোসেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দী ৭ প্রার্থীর মাঝে ৬ জন উপস্থিত ছিলেন। এসময় প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইসতেহার এবং বিভিন্ন অভিযোগ জানান।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রায়হান কবির তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুযোগ দেওয়া হবে না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ প্রস্তুত থাকবে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে গুজব, উসকানি ও অবৈধ প্রচারণা রোধে পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে। প্রার্থীদের উদ্দেশে তারা আচরণবিধি মেনে চলা, নির্বাচনী পরিবেশ শান্ত রাখার পাশাপাশি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি, প্রচারণা সংক্রান্ত নিয়ম, নির্বাচনী ব্যয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী অভিযোগ নিষ্পত্তি পদ্ধতি এবং গণভোট সংক্রান্ত বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিত মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।।
























