
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে দুইজন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,আড়াই হাজার থানার ভাটিবালিয়াপাড়া এলাকার মো: সেলিমের ছেলে মোহাম্মদ সাব্বির ও একই এলাকার ফজলুর করিমের ছেলে মোহাম্মদ ইউনুস। বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া শীতল ছায়া প্রজেক্ট সংলগ্ন এলাকায় বালিয়াপাড়া রোডে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ভুলতা ফাঁড়ির পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের মধ্যে ২ জনকে গ্রেফতার করে। এ সময় উত্তেজিত জনতা এক ডাকাতকে ধরে মারধর করে গুরুতর আহত করে ফেলে। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।