
মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার জুনায়েদ আহম্মেদ হৃদয়-১৮- ও রাশিদুল-২০- হত্যা মামলার আসামী জুনায়েদ হাসানকে-২৫- গ্রেফতার করা হয়েছে। গতকাল ১২মার্চ বুধবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানার রসূলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সে রূপগঞ্জের তারাবো পৌরসভার তারাবো হাটিপাড়া এলাকার রাজু মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, জোড়া হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী জুনায়েদ হাসানের ১০দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জোড়া হত্যা মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য গত ৪ফেব্রুয়ারি মাদক ব্যবসার আধিপত্য নিয়ে রূপগঞ্জের তারাবো এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে জুনায়েদ আহম্মেদ হৃদয় ও রাশিদুল নিহত হয়। এ ব্যাপারে জুনায়েদ আহম্মেদ হৃদয়ের চাচা তৌহিদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।