
মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের প্রধান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী দোসর ও জাতীয়পার্টির ভাড়াটে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। শনিবার রাতে মশাল হাতে ঢাকা-সিলেট মহাসড়ককের গোলাকান্দাইল গোলচত্বর থেকে ভুলতা গোলচত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে। পরে গোলাকান্দাইল গোলচত্বর মহাসড়কে মশাল জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা।
এসব কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ আহম্মেদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি কাউছার আলী, নারায়ণগঞ্জ জেলা সহ-আইন বিষয়ক সম্পাদক এড: হাফিজুর রহমান নিপুণ, রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব তরিকুল ইসলাম তমাল, যুগ্ম আহবায়ক মাছুম মিয়া, যুগ্ম সদস্য সচিব রাসেল আহম্মেদ নয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন ভূঁইয়া লিটন, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইফতি হাসান রানা প্রমুখ।
এসময় বিক্ষুব্ধ নেতৃবৃন্দরা বলেন, এ দেশের একটি জনপ্রিয় দল গণঅধিকার পরিষদ। স্বাধীন দেশে একটি দলের প্রধানের উপর এসব নগ্ন হামলা মেনে নেয়া যায় না। যারা অপরাধী তাদের পরিচয় শুধুই অপরাধী হওয়া উচিত। যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে। অন্যথায় আরো বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।