
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১ বছর পর শরীফ আহমেদ সৌরভ (২১) নামে এক যুবকের লাশ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের সামাজিক কবরস্থান থেকে যুবকের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৭ আগষ্ট রাত ১২ টার দিকে শরীফ আহমেদ সৌরভ নামে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ডাকাত সন্দেহে নির্মমভাবে হত্যা করা হয়। তবে ৫ ই আগষ্ট দেশের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও অনূকুলে না থাকায় সৌরভের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়। দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চলতি বছরের ২৫ জানুয়ারি ১৭ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা দায়ের মামলা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পান রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম। লাশের ময়না তদন্ত করতে এসআই আব্দুল করিম আদালতের কাছে সৌরভের লাশ কবর উত্তোলন করে ময়নাতদন্তের আবেদন করেন। এর প্রেক্ষিতে সোমবার বিকেলে চনপাড়া কবরস্থানের কবর থেকে লাশ উঠিয়ে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে মঙ্গলবার পূনরায় লাশ সামাজিক কবরস্থানে কবর দেওয়া হবে।