
নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী পুরবী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর রাতে রামু বাইপাস ফুটবল চত্বর সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রামু থানার এসআই (নিঃ) জয়নাল আবদীন ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নাহার ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেন। রাত ২:৪৫ ঘটিকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘পূরবী’ পরিবহনের একটি বাসে (চট্ট-মেট্টো-ব-১৪-১২১৩) তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসের ‘ডি-৩’ এবং ‘ডি-৪’ সিটে বসা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে। এসময় তাদের হেফাজত থেকে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলো কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের নুনিয়ারছড়ার মৃত আব্দুল মবিন পুত্র মোঃ আব্দুল্লাহ (৫০), তার ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা। টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ৭নং ওয়ার্ডের মোঃ ইছমাইল মেয়ে নুর হালিমা (১৯), তার লেডিস ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ৯ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) টাকা। পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই মাদকগুলো পাচার করা হচ্ছিল।
থানা পুলিশ জানায়: মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালেই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রামু এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

























