
নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামুতে উপজেলা প্রশাসন ও রামু উপজেলা সমাজসেবার আয়োজনে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী, ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।
প্রতিবন্ধীতা আন্তভূক্তি মূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বারান্তিত করি। এই উপলক্ষে ৩ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় রামু উপজেলা পরিষদের বাকঁখালী মিলনায়তনে সমাজসেবা কর্মকর্তা রোজিনা আকতার রুবির সভাপতিত্ব করেন।
প্রতিবন্ধী ও জাতীয় দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামু উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী।
উপজেলা প্রকৌশলী কফিল উদ্দিন, প্রকল্প কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা নুর মোহাম্মদ, আইসিটি অফিসার নাহিদ মাসুমা, রামু থানার প্রতিনিধি সহ রামু সমাজ সেবা কার্যালয়ের সহকারী হোসনে মোবারক মিনার, আরাফাত উল্লাহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে সুর্বন কার্ড ১৬৯জন, সহায়ক উপকরণ ৮ জনসহ অন্যায় সামগ্রী ক্রাচ, ওয়াকিং ফ্রেম, হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি রামু উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী বলেন, সমাজের অবহেলিত প্রতিবন্ধী মানুষ গুলো আমাদের সকলের নিকটতম আত্মীয় স্বজন। তাদের অবহেলা না করে আমরা যত্ন নিয়ে তাদের পাশে থাকবো এই হোক অঙ্গীকার। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
























