
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
সাংবাদিকদের অধিকার রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের লক্ষ্যে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”–এর রামগঞ্জ উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ এবং সাধারণ সম্পাদক জাকির এইচ সুমনের সুপারিশে ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সংগঠনটির নির্ধারিত প্যাডে সংগঠনটির চেয়ারম্যান ও সেল প্রধান মোঃ খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও এডমিন) খায়রুল ইসলাম আল আমিন ঘোষণার মাধ্যমে দৈনিক সংবাদ সারাবেলা-এর রামগঞ্জ প্রতিনিধি মো: ছায়েদ হোসেনকে সভাপতি এবং দৈনিক মাতৃভূমির খবর-এর রামগঞ্জ প্রতিনিধি মো: নুরু নবী গাজীকে কে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত এ কমিটি ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এক বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবে।
অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক গনমুক্তি এর প্রতিনিধি মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক আজকের রুপান্তর এর প্রতিনিধি মাইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি সাফায়েত আহম্মেদ , সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক রুপবানী এর প্রতিনিধি মো: নুর হোসেন রিপন, অর্থ সম্পাদক দৈনিক ভোরের ডাক এর প্রতিনিধি এমরান হোসেন (রাজন), সহ-অর্থ সম্পাদক দৈনিক দেশ প্রতিদিন এর প্রতিনিধি নুর নবী, প্রচার সম্পাদক দৈনিক যুগ যুগান্তর এর প্রতিনিধি মো: আক্তার হোসেন, সহ-প্রচার সম্পাদক দৈনিক বর্তমান কথা এর প্রতিনিধি মো: মহিব উল্যা, দপ্তর সম্পাদক দৈনিক দৈনিক আজকের দর্পন এর প্রতিনিধি মেজবাউল হক টিপু, সহ-দপ্তর সম্পাদক দৈনিক দৈনিক স্বদেশ বিচিত্রা এর প্রতিনিধি মো: শরীফুল ইসলাম, নির্বাহী সদস্য ডিপিসি বাংলা নিউজ এর প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক আশ্রয় প্রতিদিন মো: মোবারক হোসেন, দৈনিক আজকের সংগ্রাম এর প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে নির্যাতন, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। এসব অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা এর অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করে যাবো ইনশাআল্লাহ।
কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে দায়িত্বশীল ও কার্যকর কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানানো হয়েছে।















