
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে স্বামী নুরুল হুদাকে নমীনি করে পণ্য কিনেছিলেন মরিয়ম বেগম নামে এক নারী।
কিস্তিতে ফ্রিজ নিয়ে চার কিস্তি পরিশোধ করার পর সিআইডিপি কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্টজনিত কারনে তার মরিয়ম বেগমের স্বামী নুরুল হুদা মারা যান। এ অবস্থায় ওই পরিবারের পাশে দাঁড়াল রামগঞ্জ ওয়ালটন প্লাজা। পাওনা টাকা মওকুফ করে তুলে দিলো আর্থিক সুবিধার চেক।
আজ বৃহস্পতিবার দুপুরে প্লাজার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নুরুল হুদার স্ত্রী মরিয়ম বেগমকে এই সহায়তা প্রদান করা হয়।
রাইজিং বিডি’র লক্ষ্মীপুর প্রতিনিধি জাহাঙ্গীর লিটন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, রিজওনাল ক্রেডিট ম্যানেজার (চাঁদপুর এরিয়া) মিজানুর রহমান, রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ফারুক হোসেন, রামগঞ্জ প্লাজার ব্যবস্থাপক মমিনুল ইসলাম।
ওয়ালটন প্লাজা রামগঞ্জ ব্রাঞ্চের ব্যবস্থাপক মমিনুল ইসলাম জানান,
২০২৪ সালের ১৩ জুন ওয়ালটন প্লাজা-রামগঞ্জ শাখা থেকে কিস্তিতে মরিয়ম বেগম তার স্বামী নুরুল হুদাকে নমীনি করে একটি ফ্রিজ ক্রয় করেন।
গত ৪ ফেব্রুয়ারীতে অনাকাঙ্খিতভাবে মারা যান নমীনি নুরুল হুদা। এ অবস্থায় ওয়ালটনের কিস্তি সুরক্ষা সহায়তার আওতায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সেই সঙ্গে কিস্তির বকেয়া টাকা মওকুফ করে দেওয়া হয়েছে।’
এদিকে ওয়ালটনের অনুদান পেয়ে কিস্তি ক্রেতা সুরক্ষানীতির জন্য ওয়ালটন পরিবারের কাছে কৃতজ্ঞ ও ওয়ালটনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা।